Saturday 5 November 2011

আজ সারারাত - ঝমঝমিয়ে বৃষ্টি


অঝোর ধারা বৃষ্টি গোনা
     সন্ধ্যা আর আমি
মাঝখানেতে তিতির সোনা
     প্রাণ গিয়েছে থামি ৷৷

ওপারেতে মুক্ত আকাশ
     মেঘের আনাগোনা
এ-পারেতে মিটিমিটি
     উষ্ণ আদর ছোঁয়া,
ওপারেতে কান্না ভেজা
     বৃষ্টি মাদল গাওয়া ৷৷
এ-পারেতে মন খারাপি
     সিক্ত আগল খোলা
ওপারেতে বৃষ্টি ফোঁটায়
     বকুল গাঁথা মালা ৷৷

এ-পারেতে রাজপ্রাসাদী
     চুমকি জরি শাড়ী
রাত পোহালেই উড়ে যেও
     দূর সুদূরের পাড়ি ৷৷

শুধু আজ সারারাত তুমি আমি
     ঝমঝমিয়ে বৃষ্টি
শ্রাবন শেষে তিতির সোনা
     কবিতায় অনাসৃষ্টি ৷৷

Thursday 3 November 2011

কথা ছিল কাল সারারাত


কথা ছিল কাল সারারাত
এক মাতাল করা ঝোড়ো জ্যোৎস্না
আমার কড়িকাঠ বেয়ে নেমে আসা
ঈষৎ পান্ডুর মেঘ ঝরা সন্ধ্যা
.......আর সেই কোন ছেলেবেলার ভেসে আসা
            কত শত মুখ দেউড়ির খিড়কি দিয়ে
অনেক মুখের থেকে মুখ ধার করে -
            ভোরের আলোয় লাল হয়ে যাবে ৷
                        অনেক মুখের থেকে মুখ
                        ঠিক মানুষের মুখের মত মুখ -

রাত্রির শরীরে মুখ লুকিয়ে অনেক কেঁদেছি আমি ৷৷


অনেক রাত অবধি শুধু শীতল হাওয়া
            শিরশিরে ঠান্ডা হাওয়া....
অনেক কেঁদেছি আমি
তারপর....
ঘুমিয়ে গেছি কখন ৷৷

অদ্ভুত সুন্দর এক ভোর, রমণীর মুখের মত
কখন সে ঠান্ডা বাতাস হয়ে গেছে বসন্ত..... ৷৷
তোমার লাল ফোঁটার মত ভোরে -
            আমি আজও খুঁজে ফিরি ......

অনেক মুখের থেকে মুখ
            ঠিক মানুষের মুখের মত মুখ ৷৷