Sunday 30 October 2011

পরিযায়ী


এক উষ্ণতা আমি চুরি করে এনেছি
            রাত্রির  ওপার থেকে -
সেই কোন ভুলে যাওয়া মেঠো পথ ধরে
তিতিরের ডানার রঙে -
অনেক তারার মতো মুখ, কখনও ভীড় করে আসা
মিঠেপানি নদীটির কূল
            উজানে - আমার হারিয়ে যাওয়া
অনেক বাঁধনের থেকে....
কতশত ভালোবাসা আজ ভিখিরি জঠরের মত

কেউ বা মোড় ঘুরেই হঠাৎ অদৃশ্য
কেউ বা মাটির রঙে মিশেগিয়ে ধুসর
কেউ বা ক্ষমাহীন ক্লান্তিহীন সমুদ্রের মতো
শুধুই ছলনায় বিবর্ণ -
কেবল ঢেউ, যাওয়া - আসা
                                    অথবা ......
আকাশের টানে - কখনও জোয়ার অথবা ভাঁটা ৷৷

সেই উষ্ণতা আমি চুরি করে এনেছি -
এই বেলা তুমিও সে উত্তাপ দুহাতে মেখে ৷৷

সময় হয়েছে আর এক রাত্রি আসার ৷৷


FOR PDF VIEW

No comments:

Post a Comment