Thursday 31 May 2012

চক্রান্ত


এই চক্রান্তে তোমায় আমি ব্যর্থ হতে দেব’ না
কত বার মরেছ' তুমি - কত দিন - কত রাত
কত নিশিথে - একলা ছাদে –
কত তারায় তারায় - অথবা ঢেউ গোনায় ।
কত বার মরেছ তুমি ??

কখনো চুপিসারে -
তোমার চোখে, ঠোঁটে, চিবুকে দেখেছি
দেখেছি হাসির মতো দুলে দুলে হেঁটে চলে গেছে
এক নেশার মতো  - পাপড়ির রং ধরা
ভোরের আলোয় নববধুর মতো পদ্মকুঁড়ির ভ্রুকুটিতে ।

জানো, প্রতি সূর্যাস্তে মৃত্যু আসত' আমার
                    জনান্তিকে -
.............এ যাবৎ শুধু রক্তাক্ত ক্ষত বিক্ষত আমি
আর মৃত্যু আসে না  - ।
মরণ সুখের মহামরণ হয়েছে আজ ।

এই চক্রান্তে তোমায় আমি সামিল হতে দেব না ।



If Bengali Comes Improper Please see the Picture Inserted Bellow







Sunday 20 May 2012

স্ব-মৈথুন

[এই কবিতাটি লেখার আগে আমি আমার আজকের একটা অনুভূতি share করতে চাই।

আজ বিকালে প্রচন্ড কালবৈশাখী মেঘে অনেক প্রতিচ্ছবি দেখেছি । হ্যাঁ, তোমাকেও দেখেছি সেখানে। অনেক অনাবশ্যক রুপকের অন্তরালে যেমন আমি হারিয়ে যাই, তেমনি আমিও অনেক সৃষ্টির মাঝে তোমার সত্বা রেখে গেলাম আগামীর কোলে। শুধু এক তোমাকেই নয়....... অনেক আমার মাঝে। ]



খুব দুরের কোনো আমিকে নয়
খুব কাছের কোনো আমাকেই করে ভয় ।

খুব সাদামাঠা তোমাকে নয়
এক রুপসী  -  তোমাকেই করে ভয় ।

কালবোশেখীর প্রচন্ড হাওয়া
মেঘ বাদলের মেদুর মৈথুনে
                   তোমায় .......
আমি বৃষ্টি বলেই ডাকব ।।
    সেই সদ্যোজাত বৃষ্টি জন্মায় ।।

এক আমাকে নয় -
মাঝে মাঝে তোমাকেও করে ভয় ।

এক বাদলের নয়
মাত্র এক শ্রাবনের নয়
এক প্লেটনিক প্রেমের সমুদ্র -

সেই বৃষ্টিরা সব জন্মায় -
শুধু এক তোমাতে নয় ।।




MediaFireLink


For PDF View