Thursday 31 May 2012

চক্রান্ত


এই চক্রান্তে তোমায় আমি ব্যর্থ হতে দেব’ না
কত বার মরেছ' তুমি - কত দিন - কত রাত
কত নিশিথে - একলা ছাদে –
কত তারায় তারায় - অথবা ঢেউ গোনায় ।
কত বার মরেছ তুমি ??

কখনো চুপিসারে -
তোমার চোখে, ঠোঁটে, চিবুকে দেখেছি
দেখেছি হাসির মতো দুলে দুলে হেঁটে চলে গেছে
এক নেশার মতো  - পাপড়ির রং ধরা
ভোরের আলোয় নববধুর মতো পদ্মকুঁড়ির ভ্রুকুটিতে ।

জানো, প্রতি সূর্যাস্তে মৃত্যু আসত' আমার
                    জনান্তিকে -
.............এ যাবৎ শুধু রক্তাক্ত ক্ষত বিক্ষত আমি
আর মৃত্যু আসে না  - ।
মরণ সুখের মহামরণ হয়েছে আজ ।

এই চক্রান্তে তোমায় আমি সামিল হতে দেব না ।



If Bengali Comes Improper Please see the Picture Inserted Bellow







No comments:

Post a Comment