Saturday 24 November 2012

আগুন চাই



অনেক হতাশার ভিড়ে এক আত্মীয়ের মুখের মত
জীবনের অনেক সময় ভিড় করে থাকে
     তোমার সহজ হাতছানিও তখন কঠিন করে ফেলি
অনেক অনেক হতাশার ভিড়ে
সেই আত্মীয় খুঁজে ফিরি ।।

তারা আসবে বলে আবিরে সোহাগে মাখামাখি
আদুরে আসনে বরন সাজাই ।।
প্রদীপ জাগ-হাড়ি পুরোহিত প্রসাদ
আমার অস্থিসজ্জায় হোম
কিন্তু
আগুন ?
     একটু আগুন পাই কোথায় ?

আগুন জ্বালাতে জ্বালাতে প্রস্তরযুগও পেরিয়ে এসেছি আমি
একটু আগুন যদি জ্বালিয়ে দাও
     আমি হোম হতে পারি
     ধুপ হতে পারি
আমি তুবড়ির মত আনন্দ দিতে পারি
একটু আগুন
একটু আগুন যদি জ্বালিয়ে দাও ।।

                                                18/11/12 [Andul]

No comments:

Post a Comment