Wednesday 22 February 2012

হারিয়ে যাওয়ার ঠিকানা

আজও ...............
    সেই কয়েক সহস্র যুগের বিবর্ণ পথ'ছবি
আবালবৃদ্ধবনিতার ভিড়ে
এলোমেলো তুলির টানে
    নিষ্ঠুর চাহিদার মতো নির্মম মায়াবী ৷৷

অনেক যুগের পরে আজ ভোর জেগেছে অনেক পরে
কুয়াশায় ভেসে আসা স্বপ্নের ঘোরে
তবু তো ভোর জেগেছে অনেক পরে  !!

মেঠোপথে কত এলোমেলো ঢেউ টানা
কত এলোমেলো গন্তব্য
ঝড়ো হাওয়ায়
    সহস্রগুন বাঁধনের নিষ্ঠুর বন্ধন
তবু হারিয়ে যাওয়ার অজস্র ঠিকানা ৷৷

              এই শেষ চলা -
কখনও আর ফিরব না ৷
তবু দুহাতে দুমুঠো ফুল ছাড়ায়ে দিলাম ৷
    যদি .....
অসতর্ক মুহুর্তে কোনো
চেয়ে দেখো .....
          আমার
হারিয়ে যাওয়ার ঠিকানা ৷৷

For PDF View


Sunday 5 February 2012

যে নক্ষত্রও সব


আমার সব দুঃখ, সব স্বপ্ন মুক্ত হয় না কেন ?
আমার সব স্মৃতি সব বেদনা ঝিনুক হয় না কেন ?
আমার সব চেতনা, সব তিতিক্ষা সাগর হয় না কেন -

সব প্রেম সব মাধুরী আকাশ হয় না কেন....
আমার সব ব্যর্থতা সব হতাশা মেঘ হয় না কেন ??
            সব অনুরাগ সব আকাঙ্খা বাতাস হয় না কেন

আমার সমস্ত আকাশ জুড়ে যে ছোট্ট তারা
আর জোনাকির রঙ ধরা নক্ষত্রও সব
ভোরের আবির হয় না কেন ?
                        কখনও বা ভোরের জোয়ার
ভাসিয়ে নিয়ে যায় নি কেন - সে পদ্ম কুঁড়ির
                                    নরম লজ্জা ....           
আমার ভোরের পাখিরা সব
ঘর ভাঙা ঝড় থেমে গেলে লাল শিউলি .....
                        অথবা বকুল গন্ধ চুরি করে না কেন ?

যতই সমস্ত আকাশ জুড়ে
মেঘ বলাকার ছবি আঁকি না কেন
তবু আমার সব আঁচড় ঘিরে
            কবিতা হয় না কেন ??

For PDF View

তার চেয়ে বরং ................

তার চেয়ে বরং কোনো কবিতা শোন -
                সারাদিন পাড় ভাঙ্গা,
তুরতুরি নদীটির ফেনিল জিহ্বার মতো
           এক ঝাঁক বলাকার -
        নিরিবিলি আনাগোনা ৷৷

অথবা মিশরীয় সভ্যতায়
    মৃত শবরীর ন্যায় -
নিরন্তর ভয় ধরা মমির স্তুপের মতো,
        এক ঝাঁক কাব্যিক হৃদয় ৷৷

তার চেয়ে বরং একটু ঘুরে আসি,
নিল ডানার পরীর দেশে -
    লাল পিয়ালী সবুজ হাসি  ৷৷

তার চেয়ে বরং অনেক দিনের আলিস্যি ভেজা -
    একরাশ হাই তুলি  ৷৷

ধৃষ্টতার হাতুড়ি

এক ছটাক মদ নিয়ে
            মাতলামির অন্ত নেই আমার.....
ভাবি কয়েক হাজার বছর ধরে
একতাল কাদা, বার্নিশ
হাতে মুখে ঠোঁটে ঘষে
             অবশেষে পাথুরে প্রতিমা ,
                    .....    এটাই সত্যি ৷

নায়েগ্রার মুখের মতো ধোঁয়াশা,
হিমালয়ের বুকের মতো - বিচূর্ণ
অথবা ব্যারেনের অগ্নিগর্ভ
             হৃদয় থেকে তুলে আনা
একতাল উত্তপ্ত লাভা ৷
আমি নাভিতে যোনিতে চুমু দিয়ে দেখি
                  রাত শেষ হয়ে গেছে -
ভোরের ঝিমুনিটুকু বাকি ৷

সকালে চোখ ঘষে বুঝি
নিজের সত্তা নিয়েই
ধৃষ্টতার অন্ত নেই আমার ৷