Wednesday 22 February 2012

হারিয়ে যাওয়ার ঠিকানা

আজও ...............
    সেই কয়েক সহস্র যুগের বিবর্ণ পথ'ছবি
আবালবৃদ্ধবনিতার ভিড়ে
এলোমেলো তুলির টানে
    নিষ্ঠুর চাহিদার মতো নির্মম মায়াবী ৷৷

অনেক যুগের পরে আজ ভোর জেগেছে অনেক পরে
কুয়াশায় ভেসে আসা স্বপ্নের ঘোরে
তবু তো ভোর জেগেছে অনেক পরে  !!

মেঠোপথে কত এলোমেলো ঢেউ টানা
কত এলোমেলো গন্তব্য
ঝড়ো হাওয়ায়
    সহস্রগুন বাঁধনের নিষ্ঠুর বন্ধন
তবু হারিয়ে যাওয়ার অজস্র ঠিকানা ৷৷

              এই শেষ চলা -
কখনও আর ফিরব না ৷
তবু দুহাতে দুমুঠো ফুল ছাড়ায়ে দিলাম ৷
    যদি .....
অসতর্ক মুহুর্তে কোনো
চেয়ে দেখো .....
          আমার
হারিয়ে যাওয়ার ঠিকানা ৷৷

For PDF View


No comments:

Post a Comment