সারাদিন পাড় ভাঙ্গা,
তুরতুরি নদীটির ফেনিল জিহ্বার মতো
এক ঝাঁক বলাকার -
নিরিবিলি আনাগোনা ৷৷
অথবা মিশরীয় সভ্যতায়
মৃত শবরীর ন্যায় -
নিরন্তর ভয় ধরা মমির স্তুপের মতো,
এক ঝাঁক কাব্যিক হৃদয় ৷৷
তার চেয়ে বরং একটু ঘুরে আসি,
নিল ডানার পরীর দেশে -
লাল পিয়ালী সবুজ হাসি ৷৷
তার চেয়ে বরং অনেক দিনের আলিস্যি ভেজা -
একরাশ হাই তুলি ৷৷
No comments:
Post a Comment