ভাবি ......
তোমায় আর আঁকব' না
বর্ণে ছন্দে এভাবে আর ডাকব না
ভাবব না আর ......
তোমায় আমি ভাবব না ।।
নিশিথ শেষে পরীর মতো
জানি কখনো আসবে না
দিলাম ছুটি
তোমায় আমি
ডাকব না ......
আর কখনো ডাকব না ।।
কখনো যদি দু চোখ জুড়ে
ভিজিয়ে পাতা এমনি করে
আমার মতো তুমিও কাঁদো ।।
নাই বা দিলে আমায় তুমি
সেই দু ফোঁটা অশ্রু বিন্দু,
জানব তুমি আমারি ছিলে
সেই স্মৃতিরই নরম কোলে
ঘুমাও সোনা - আর কেঁদো না ||
আমি ওগো ফিরব না ......
আর কখনো ফিরব না ।।
তোমায় আর আঁকব' না
বর্ণে ছন্দে এভাবে আর ডাকব না
ভাবব না আর ......
তোমায় আমি ভাবব না ।।
নিশিথ শেষে পরীর মতো
জানি কখনো আসবে না
দিলাম ছুটি
তোমায় আমি
ডাকব না ......
আর কখনো ডাকব না ।।
কখনো যদি দু চোখ জুড়ে
ভিজিয়ে পাতা এমনি করে
আমার মতো তুমিও কাঁদো ।।
নাই বা দিলে আমায় তুমি
সেই দু ফোঁটা অশ্রু বিন্দু,
জানব তুমি আমারি ছিলে
সেই স্মৃতিরই নরম কোলে
ঘুমাও সোনা - আর কেঁদো না ||
আমি ওগো ফিরব না ......
আর কখনো ফিরব না ।।
No comments:
Post a Comment